চীনে তেলখনিতে গভীরতম আনুভূমিক কূপ খননের রেকর্ড
2023-03-11 18:34:07

মার্চ ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি পেট্রোচায়না সিনচিয়াং অঞ্চলের একটি তেলখনিতে এশিয়ার গভীরতম হরিজন্টাল ওয়েল বা আনুভূমিক কূপ খননকাজ শেষ করেছে।

গত শুক্রবার চীনের সবচেয়ে বড় মরুভূমি তাকলামাকানে ৯ হাজার ৩৯৬ মিটার গভীর কূপ খননের রেকর্ড গড়ে পেট্রোচায়না। চীনে আর কোথাও এতো গভীর আনুভূমিক কূপ নেই।

‘গোলে থ্রি সি’ নামের এ কূপটির অবস্থান উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের তারিম নদীর অববাহিকায়। এই সাফল্য তারিম তেলখনিকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়।

মামুন/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি