সৌদি-ইরান সংলাপের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াং ই
2023-03-11 16:08:42

মার্চ ১১: গতকাল (শুক্রবার) চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির বিদেশ-বিষয়ক অফিসের পরিচালক ওয়াং ই বেইজিংয়ে সৌদি-ইরান সংলাপের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

এতে সৌদি আরবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল-আইবান এবং ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি শামখানি উপস্থিত ছিলেন।

 

ওয়াং ই ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য ফলাফল অর্জনের জন্য সৌদি আরব ও ইরানকে অভিনন্দন জানান। উভয় দেশের নির্ভরযোগ্য বন্ধু হিসেবে চীন গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখতে ইচ্ছুক বলেও জানান তিনি।

 

ওয়াং ই বলেন, সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্কের উন্নতি মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার পথ উন্মুক্ত করেছে। সংলাপ ও পরামর্শের মাধ্যমে দেশগুলোর মধ্যকার দ্বন্দ্ব ও মতভেদ নিরসনের উদাহরণও স্থাপন করেছে।

তিনি বলেন, কৌশলগত স্বাধীনতা মেনে চলায় মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সমর্থন করে চীন। বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আলোচনার মাধ্যমে সব দ্বন্দ্ব ও মতভেদের রাজনৈতিক সমাধানের পক্ষে রয়েছে চীন।

 

উল্লেখ্য, সৌদি ও ইরানের সর্বোচ্চ নেতাদের পক্ষ থেকে আল-আইবান এবং শামখানি প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় সি চিন পিংকে অভিনন্দন জানিয়েছেন। বড় রাষ্ট্র হিসেবে চীনের কার্যকর কূটনীতির প্রশংসা করে তাঁরা সংলাপের আয়োজন ও সমর্থনের জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছেন। দেশ দুটি গঠনমূলক সংলাপ চালিয়ে যৌথভাবে এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইচ্ছুক বলেও তাঁরা উল্লেখ করেছেন।

 

লিলি/এনাম/রুবি