উত্তর চীনে সিয়া রাজবংশের নিদর্শন আবিষ্কার
2023-03-10 19:27:30

মার্চ ১০, সিএমজি বাংলা ডেস্ক: প্রত্নতাত্ত্বিকরা উত্তর চীনের শানসি প্রদেশে সিয়া রাজবংশের সময়কার(২০৭০ থেকে ১৬০০ খ্রিস্টপূর্বাব্দ) একটি ধ্বংসাবশেষ স্থান খুঁজে পেয়েছেন। শানসি প্রাদেশিক প্রত্নতত্ত্ব ইনস্টিটিউট সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

ফেনহ্য নদীর নিম্ন অববাহিকা বরাবর ইউনছাং সিটির চিশান কাউন্টিতে এই প্রত্নতাত্ত্বিক সাইট অবস্থিত।  এক থেকে দেড় লাখ বর্গ মিটার এলাকা জুড়ে এই প্রত্নতাত্তিক সাইট । ২০২১ ও ২০২২ সালে এখানে খনন চালানো হয়।

২০২১ সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত, প্রত্নতাত্ত্বিকরা মূলত দুটি মৃৎপাত্রের ভাটা এবং ৪৩টি গর্ত আবিষ্কার করেন। সাইটটি  দুটি মৃৎপাত্রের ভাটা একটি ভাটির চেম্বার, ফায়ার চেম্বার এবং একটি অপারেশন রুম নিয়ে গঠিত।

২০২২ সালের অক্টোবর থেকে নভেম্বর  পর্যন্ত, সাইটে কর্মরত কর্মীরা গর্তের পশ্চিমে একটি বড় গর্ত এবং একটি ভাটা খুঁজে পেয়েছেন। পিটটির দৈর্ঘ্য পূর্ব থেকে পশ্চিমে প্রায় ২৩.৫ মিটার, উত্তর থেকে দক্ষিণে প্রায় ৭ মিটার প্রস্থ এবং ২ থেকে ৪ মিটার উচ্চতা রয়েছে।

প্রত্নতাত্ত্বিক প্রকল্পের নেতা ছুই চুনচুন  বলেন, আবিষ্কৃত ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে মৃৎপাত্র, পাথরের হাতিয়ার, হাড়ের হাতিয়ার, জেড সামগ্রী ইত্যাদি।

কৃত্রিম পণ্য ছাড়াও, প্রচুর প্রাণী এবং উদ্ভিদের অবশেষ আবিষ্কৃত হয়েছিল। এখানে আড়াই লাখ  কার্বনাইজড উদ্ভিদ বীজ, যার বেশিরভাগই বাজরার বীজ।

শান্তা/রহমান

তথ্য ও ছবি: সিনহুয়া