বিনিয়োগ ও উদ্ভাবনের পরিবেশ সুবিন্যস্ত করে, উচ্চমানের উন্নয়নের নতুন প্রাণশক্তি উদ্দীপ্ত করা হবে
2023-03-10 14:05:37

মার্চ ১০: উচ্চমানে উন্নয়ন সার্বিকভাবে আধুনিক সমাজতান্ত্রিক দেশ নির্মাণের প্রধান কাজ। দুই অধিবেশনে অংশগ্রহণকারী বেশ কয়েকজন সদস্য বলেন, শিল্প চেইন সরবরাহ চেইনের বলিষ্ঠতা ও নিরাপত্তার মান উন্নত করা হবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রযুক্তি গবেষণা করার মাধ্যমে উচ্চমানের উন্নয়ন এগিয়ে নিতে হবে।

জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র সদস্য হুয়াং ছুনহুই মনে করেন, উচ্চমানের উন্নয়নে বিনিয়োগ ব্যবস্থা সুসম্পূর্ণ করা এবং ব্যবসার পরিবেশ সুবিন্যস্ত করতে হবে।

নতুন উন্নয়ন কাঠামো প্রতিষ্ঠার জন্য আধুনিক শিল্পব্যবস্থা তৈরি করতে হবে। শিল্প চেইন ও সরবরাহ চেইনের বলিষ্ঠতা ও নিরাপত্তার মান উন্নত করার ভিত্তি হলো খনিজ সম্পদ জরিপ ও উদ্ভাবন। সদস্য লু চিন প্রস্তাব দেন, খনিজ সম্পদ দৃঢ়ভাবে নিজের হাতে রাখতে হবে।

উচ্চমানের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত স্ব-নির্ভরতা এবং আত্ম-উন্নতি বাস্তবায়ন দ্রুততর করা উচ্চমানের উন্নয়নের একমাত্র উপায়। সদস্য দিং লিয়েমিং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য পরামর্শ দিয়ে বলেন, আরো বেশি মৌলিক উদ্ভাবনীকাজে অংশ নিতে হবে এবং এ কাজে নেতৃত্ব দিতে হবে। যাতে দ্রুত জৈব ওষুধ তৈরির ক্ষেত্রে উচ্চমানের বৈজ্ঞানিক স্বনির্ভরতা অর্জন করা যায়।

(প্রেমা/তৌহিদ/আকাশ)