সিনচিয়াংয়ে ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা আছে: কাশগর ইদগা মসজিদের ইমাম
2023-03-10 19:22:58

মার্চ ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের ঐতিহ্যবাহী শহর কাশগর। কাশগরের ইদগা মসজিদ চীনের বৃহত্তম মসজিদ। পাঁচশ বছরের পুরনো এই মসজিদ চীনের মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্ব বহন করে।  এই মসজিদের ইমাম মামাত জুমা। তিনি চীনের ন্যাশনাল পিপল’স কংগ্রেসের একজন ডেপুটি বা জনপ্রতিনিধি। তিনি ষষ্ঠবারের মতো ডেপুটি নির্বাচিত হয়েছেন।

চীনের গণমাধ্যম সিজিটিএন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে মামাত জুমা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের সরকার এবং সিনচিয়াংয়ের স্থানীয় সরকার মসজিদ উন্নয়নে অনেক সহযোগিতা ও অর্থ প্রদান করেছে।

সিনচিয়াংয়ে ধর্মীয় স্বাধীনতা প্রসঙ্গে পশ্চিমা বিশ্বের কিছু ব্যক্তির অভিযোগের প্রসঙ্গে মামাত জুমা বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। সিনচিয়াংয়ে ধর্মীয় বিশ্বাসের পূর্ণ স্বাধীনতা আছে। এখানে সকল ধর্মীয় কর্মকাণ্ড স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

তিনি কাশগরের চারজন ডেপুটির অন্যতম। তার প্রিফেকচারে ৪ মিলিয়ন মানুষের বাস। তিনি ধর্মীয় নেতা এবং জনপ্রতিনিধি হিসেবে অনেক পশ্চিমা গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন এবং তাদেরকেও নিশ্চিত করেছেন যে, সিনচিয়াংয়ে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা রয়েছে।

তিনি গেল কয়েক বছরে সিনচিয়াংয়ের আর্থ সামাজিক ব্যাপক উন্নয়ন প্রত্যক্ষ করেছেন।

শান্তা/রহমান

তথ্য ও ছবি: সিজিটিএন