শাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দেওয়ার প্রক্রিয়া জুনের আগেই শেষ করবে বেলারুশ
2023-03-10 17:03:53


মার্চ ১০: বেলারুশের প্রেসিডেন্ট গতকাল (বৃহস্পতিবার) দেশটির রাজধানী মিনস্কে বলেন, চলতি বছরের জুন মাস শেষ হবার আগেই শাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দেওয়ার প্রক্রিয়া শেষ করবে তাঁর দেশ।

তিনি বলেন, পর্যবেক্ষকদেশ হিসেবে বেলারুশ সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, যাতে বৈধভাবে এই সংস্থার আনুষ্ঠানিক সদস্য হওয়া যায়।

উল্লেখ্য, ২০১০ সালে শাংহাই সহযোগিতা সংস্থার সংলাপ-সহযোগী দেশের মর্যাদা পায় বেলারুশ। পরে, ২০১৫ সালে সংস্থার পর্যবেক্ষক হয় দেশটি। আর ২০২২ সালের জুন মাসে এই সংস্থায় যোগ দেওয়ার আনুষ্ঠানিক আবেদন জানায় বেলারুশ। (ওয়াং হাইমান/আলিম/ছাই)