সুইডেন, ফিনল্যান্ড, তুরস্ক ন্যাটো সদস্যপদ নিয়ে পুনরায় মিলিত হতে সম্মত
2023-03-10 19:25:45

মার্চ ১০: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সুইডেন, ফিনল্যান্ড ও তুরস্কের প্রতিনিধিরা ন্যাটোতে দুই দেশের যোগদান ইস্যুতে আলোচনায় বসেন। সেদিনের আলোচনায় কোনো অগ্রগতি হয়নি, তবে তিন দল এ বছরের জুলাইয়ের আগে আবার আলোচনায় বসতে রাজি হয়েছে।

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ ৯ তারিখে ন্যাটো সদর দফতরে একটি ত্রিপক্ষীয় বৈঠক ডেকেছেন। স্টলটেনবার্গ তার বক্তৃতায় বলেছেন যে সুইডেন এবং ফিনল্যান্ড তুরস্কের বৈধ নিরাপত্তা উদ্বেগকে মিটমাট করার জন্য অভূতপূর্ব ব্যবস্থা নিয়েছে। এই বছরের ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে সমস্ত সদস্যদের অনুসমর্থন প্রক্রিয়া সম্পূর্ণ করার এবং সুইডেন এবং ফিনল্যান্ডকে পূর্ণ সদস্যপদে স্বাগত জানানোর সময়।

আলোচনার পর ন্যাটোর জারি করা বিবৃতিতে বলা হয়, তিন পক্ষের প্রতিনিধিরা গত বছর পৌঁছানো স্মারকলিপি বাস্তবায়নে করণীয় সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। তিনটি দেশ যে অগ্রগতি হয়েছে তা স্বাগত জানিয়েছে এবং এই বছরের জুলাইয়ে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে একইভাবে আবার দেখা করতে সম্মত হয়েছে। (ইয়াং/আলিম/ছাই)