চীনের প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত হওয়ায় সি চিন পিংকে অভিনন্দন জানালেন ভ্লাদিমির পুতিন
2023-03-10 19:12:34

মার্চ ১০:  চীনের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায়, সি চিন পিংকে অভিনন্দন জানিয়ে, আজ (শুক্রবার) একটি বার্তা পাঠান রুশ ফেডারেশানের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তায় পুতিন বলেন, “গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হওয়ায় আপনাকে উষ্ণ অভিনন্দন জানাই। চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-তে গৃহীত এ সংক্রান্ত প্রস্তাব থেকে এটা স্পষ্ট যে, দেশের শীর্ষনেতা হিসেবে আপনার উচ্চ প্রতিপত্তি রয়েছে; চীনা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং আন্তর্জাতিক মঞ্চে চীনের স্বার্থ রক্ষার ব্যাপারে আপনি যে নীতি নির্ধারণ করেছেন, তা চীনের জনগণের ব্যাপক সমর্থন পেয়েছে। চীন ও রাশিয়ার সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করায় যে অবদান আপনি রেখেছেন, রাশিয়া তার ভূয়সী প্রশংসা করে। আমি বিশ্বাস করি, আমাদের যৌথ প্রচেষ্টায় রাশিয়া ও চীনের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরও ফলপ্রসূ হবে। আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও  আন্তর্জাতিক ইস্যুতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে ইচ্ছুক আমি। আমি আপনার নেতৃত্বে চীনা জনগণের উত্তরোত্তর সাফল্য কামনা করি।” (ওয়াং হাইমান/আলিম/ছাই)