চীন একসাথে ২টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে
2023-03-10 19:23:33

মার্চ ১০: আজ (শুক্রবার) সকাল ৬টা ৪১ মিনিটে, থাইউয়ান উপগ্রহ উত্কক্ষেপণকেন্দ্র থেকে লংমার্চ-৪সি পরিবাহক-রকেটের সাহায্যে, একসাথে থিয়ানহুই-৬এ ও থিয়ানহুই-৬বি নামক দুটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় চীন। উত্ক্ষেপণের নির্দিষ্ট সময় পর উপগ্রহ-দুটি পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।

উত্ক্ষেপিত উপগ্রহ-দুটি মূলত ভৌগোলিক তথ্য জরিপ ও ম্যাপিং, ভূমি ও সম্পদের শুমারি, এবং বৈজ্ঞানিক পরীক্ষার মতো কাজে ব্যবহৃত হবে।

এদিকে, চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি লংমার্চ পরিবাহক-রকেট সিরিজের এটি ছিল ৪৬৫তম মিশন। (ইয়াং/আলিম/ছাই)