জনাব খান রাজীব রাজ বর্তমানে চীনের কানসু প্রদেশের “ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমী অব সায়েন্সেস, লানচৌ ইন্সটিটিউট অব কেমিক্যাল ফিজিক্স, সলিড ফেব্রিকশন/এডিটিভ ম্যানুফ্যাকচারিং” বিষয়ে পিএইচডি শিক্ষার্থী হিসেবে গবেষণা করছেন। তিনি বাংলাদেশ থেকে অনার্স, মাস্টার্স এবং এমবিএ ডিগ্রি সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি ৭ বছর বাংলাদেশের স্বনামধন্য ৩টি ভিন্ন ভিন্ন টেক্সটাইল, লেদার, ফুটওয়্যার প্রতিষ্ঠানে চাকরি করেছেন। ২০১৯ সালে ইউনেস্কোর ফেলোশীপ চীন সরকার কর্তৃক বৃত্তি লাভ করে ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং এ উচ্চ শিক্ষার জন্য চীনে আসেন। বর্তমানে তিনি বাংলাদেশী ছাত্রছাত্রী-পেশাজীবী এবং শিক্ষার্থীদের নিয়ে গঠিত গবেষণামূলক সংগঠন “এপিয়ার রিসার্চ গ্রুপ”-এর প্রধান ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মূলত থ্রি-ডি বেস ও প্রোগ্রামিং বেস সফ্টওয়্যার সম্পর্কে দীক্ষা দেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং সেবামূলক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। গবেষণায় ও অর্থনীতিতে চীনের সামগ্রিক সাফল্য তাকে অনেক অনুপ্রাণিত করে। চলুন কথা বলি তাঁর সঙ্গে।