চীন বিশ্ব অর্থনীতি প্রবৃদ্ধির চালিকাশক্তি হবে: মার্কিন বিশেষজ্ঞ
2023-03-10 10:56:12

মার্চ ১০: আন্তর্জাতিক সমাজ চীনের দুই অধিবেশনের ওপর নজর রাখছে। যুক্তরাষ্ট্রে ‘চীন-মার্কিন গবেষণা কেন্দ্রের’ উচ্চপদস্থ গবেষক সুলাপ গুপ্তা সিএমজিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, চলতি বছরের দুই অধিবেশনে চীন সরকারের উত্থাপিত অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার ওপর মনোযোগ দিয়েছেন তিনি। চীনা অর্থনীতি উন্নয়নের বিরাট সুপ্তশক্তি রয়েছে। ২০২৩ সালে বিশ্ব অর্থনীতি প্রবৃদ্ধির চালিকাশক্তিতে পরিণত হবে চীন।

 

তিনি আরো বলেন, চীন সরকার আর্থিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ নির্ধারণ করেছে। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্মুক্ত নীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। চীনা কমিউনিস্ট পার্টির ঊনবিংশ জাতীয় কংগ্রেসে উন্মুক্তকরণের ঘোষণা দেওয়া হয় এবং বিংশ জাতীয় কংগ্রেসে তা বাস্তবায়িত হয়।

 

গত ৪০ বছরে অর্থনীতি উন্নয়নে চীন বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। তাই, চীনের ভবিষ্যত্ নিয়ে বেশ আশাবাদী এই গবেষক।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)