টুইন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন
2023-03-10 19:26:04

মার্চ ১০, সিএমজি বাংলা ডেস্ক: এবার এক সঙ্গে দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। শুক্রবার উত্তর চীনের শানসি প্রদেশের তাই-ইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। স্থানীয় সময় সকাল ৬টা ৪১ মিনিটে লংমার্চ-ফোর-সি ক্যারিয়ার রকেটে করে এ স্যাটিলাইট দুটি মহাকাশে পাঠানো হয়।

চীনা গণমাধ্যম সিসিটিভি প্লাসে তিউইনহাই সিক্স-এ ও তিউইনহাই সিক্স-বি নামের দুটি স্যাটেলাইট উৎক্ষেপণের তথ্য জানায়। চীনা কর্তৃপক্ষ জানায়, এরই মধ্যে স্যাটেলাইট দুটি মহাকাশে পৃথিবীর নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করেছে।

এই স্যাটেলাইট দুটির মাধ্যমে ভৌগলিক ম্যাপিং, ভূমি জরিপ, প্রাকৃতিক সম্পদের জরিপ, বিভিন্ন রকম বৈজ্ঞানিক গবেষণার কাজ ও অন্যান্য মিশন পরিচালনা করা যাবে বলেও জানায় কর্তৃপক্ষ।

লংমার্চ সিরিজের ক্যারিয়ার রকেটের মাধ্যমে এটা ছিলো চীনের ৪৬৫তম উৎক্ষেপণ।

সাজিদ/ রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি প্লাস