‘গ্রামীণ পুনরুজ্জীবন জোরদার করা ও শক্তিশালী কৃষির দেশ প্রতিষ্ঠা করা’ সম্পর্কে প্রস্তাব দিয়েছেন এনপিসিসি’র প্রতিনিধিরা
2023-03-10 11:11:40

মার্চ ১০: শক্তিশালী কৃষির দেশ হল আধুনিক সমাজতান্ত্রিক দেশের ভিত্তি। চলতি বছর চীনের দুই অধিবেশনে অনেক চীনা রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রতিনিধি গ্রামীণ গবেষণার বাস্তব পরিস্থিতি অনুযায়ী ‘গ্রামীণ পুনরুজ্জীবন জোরদার করা ও শক্তিশালী কৃষির দেশ প্রতিষ্ঠা করার’ জন্য নানা প্রস্তাব ও পরামর্শ দিয়েছেন।

প্রতিনিধি তু চি সিয়ং ৩০ বছর ধরে কৃষি ও গ্রাম নিয়ে গবেষণা করছেন। খাদ্য উত্পাদনের স্থিতিশীলতা ও কার্যকারিতায় তিনি বেশ গুরুত্ব দেন। তিনি বলেন, মাঝারি আকারের পারিবারিক খামার ভবিষ্যতে কৃষির আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতে ভূমি ব্যবস্থার গভীর সংস্কার করা প্রয়োজন, যাতে ভূমি সুষ্ঠুভাবে কৃষকের কাছে হস্তান্তর করা যেতে পারে।

প্রতিনিধি ও চায়না ইঞ্জিনিয়ারিং একাডেমির সদস্য শান ইয়াং বলেন, আমাদের নিজস্ব গবেষণার মাধ্যমে কৃষি পণ্যের মান ও কৃষি উত্পাদন উন্নত করতে হবে। এখন চীনে ডায়াবেটিস ও স্থুলতার রোগী বাড়ছে। তাদের জন্য কম গ্লাইসেমিক বা ‘লো-জিআই ধান’ গবেষণা ও উত্পাদন করতে হবে।

কৃষি পণ্য সঞ্চয়, পরিবহন ও বিক্রি প্রক্রিয়ার অসুবিধা ও কৃষকের উত্পাদন বাড়ানোর জন্য অর্থায়নের বিষয়ে প্রতিনিধি লিউ আই লি কথা বলেন। তিনি প্রস্তাবনায় বলেন, জেলা বা গ্রামে কেন্দ্রীয় ই-কমার্স, লজিস্টিকস, রেফ্রিজারেশনসহ পরিষেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা যেতে পারে।

  (তুহিনা/তৌহিদ/মুক্তা)