ড. দিলারা আক্তারের সাক্ষাত্কার
2023-03-10 19:03:36

আজকের উর্মির বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন ড. দিলারা আক্তার। একজন ফলিত কৃষিবিদ হিসেবে তার প্রায় ১৩ বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে। তার দক্ষতার ক্ষেত্র হল কৌলিতত্ত্ব এবং উদ্ভিদ প্রজনন। তিনি ২০১০ সালের আগস্টে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে তার পেশাগত জীবন শুরু করেন। বর্তমানে তিনি বাংলাদেশে একই ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

সম্প্রতি তিনি চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয় থেকে তার পোস্টডক শেষ করেন৷ এর আগে তিনি ২০১৯ সালে চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি গবেষণার শিরোনাম ছিল "জিন ম্যাপিং এবং ধানের পাতার রঙের জিন OsBML এবং OsPL এর কার্যকরী বিশ্লেষণ"। চীনে তার পিএইচডি অধ্যয়নের সময় তিনি এ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার মধ্যে রয়েছে পাতার নতুন দুটি রঙের জিন এবং একটি শস্য আকৃতি সম্পর্কিত জিনের ম্যাপিং এবং তাদের কার্যকরী বিশ্লেষণ যা স্ট্রেস প্রতিরোধ এবং পাতার সেন্সের সাথে সম্পর্কিত। বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তাঁর লেখা প্রকাশিত হয়েছে।

তার কর্মজীবনের উদ্দেশ্য হলো সততা ও আন্তরিকতার সাথে কাজ করে, উদ্ভিদ ও কৃষি গবেষণার ক্ষেত্রে অবদান রাখা এবং পরিবেশবান্ধব ও টেকসই পদ্ধতিতে বিশ্বের খাদ্য-নিরাপত্তা অর্জন করা। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।