চীন বিভিন্ন দেশে চিকিত্সা-সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে: চীনা মুখপাত্র
2023-03-09 19:33:03

মার্চ ৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন বিশ্বের বিভিন্ন দেশে চিকিত্সা-সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে এবং বিশ্বের মানুষের স্বাস্থ্যরক্ষায় ভূমিকা রেখে যাবে।  

জাম্বিয়ায় চীনা চিকিত্সকদের সেদেশের সরকারের মৈত্রী পুরস্কার পাওয়া প্রসঙ্গে মুখপাত্র বলেন, চীনা সামরিক চিকিত্সা বিশেষজ্ঞ দল জাম্বিয়ার রোগীদের যত্ন সহকারে চিকিত্সা করেছে এবং নিজেদের মিশন চমত্কারভাবে সম্পন্ন করেছে। রোগীদের চিকিত্সাসেবা দেওয়ার পাশাপাশি, তারা স্থানীয় ডাক্তারদের প্রশিক্ষণ দিয়েছেন, স্থানীয় জনগণের জন্য একটি চিকিত্সা দল তৈরী করেছেন।

মাও নিং আরও বলেন, গত ৬০ বছরে চীন বিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলে ৩০ হাজার চিকিত্সক পাঠিয়েছে, যারা ২৯ কোটি রোগীকে চিকিত্সাসেবা দিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন চীনা চিকিত্সকরা। বর্তমানে চীনের বৈদেশিক চিকিত্সা-সহায়তা দলগুলো বিশ্বের ৫৬টি দেশের ১১৫টি স্থানে কাজ করছে। (ইয়াং/আলিম/ছাই)