চীনে মূল্যস্ফীতি কমেছে ফেব্রুয়ারিতে
2023-03-09 16:49:56

মার্চ ০৯, সিএমজি বাংলা ডেস্ক: জানুয়ারি মাস থেকে চীনে খাদ্য ও অন্যান্য ভোগ্যপণ্যের দাম কমে যাওয়ায় ফেব্রুয়ারিতে ভোক্তা মূল্যস্ফীতি কমেছে দেশটিতে।

 

বৃহস্পতিবার প্রকাশিত জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেখা যায়, দেশের মূল্যস্ফীতির প্রধান পরিমাপক ভোক্তা মূল্য সূচক (সিপিআই) জানুয়ারি মাসের তুলনায় ০ দশমিক ৫ শতাংশ বিন্দু কমেছে, তবে গত বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ বিন্দু বেড়েছে।

 

পরিসংখ্যান ব্যুরোর জ্যেষ্ঠ পরিসংখ্যানবিদ তুং লিচুয়ান জানান, বসন্ত উৎসব শেষ হওয়া এবং বাজারে পণ্য সরবরাহ বাড়ার ফলে সৃষ্ট চাহিদা হ্রাসের মতো কারণগুলোর জন্য মূল্যস্ফীতি কমেছে।

 

পরিসংখ্যানে দেখা যায়, ফেব্রুয়ারিতে খাদ্যের দাম ২ শতাংশ কমেছে। ওই মাসে উৎপাদক মূল্য সূচক (পিপিআই) গত বছরের একই সময়ের তুলনয় ১ দশমিক ৪ শতাংশ বিন্দু কমেছে।

 

 রহমান/শান্তা