চীন হচ্ছে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগী: আনোয়ার ইব্রাহিম
2023-03-09 16:40:41

মার্চ ৯: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গতকাল (বুধবার) কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক ফোরামে বলেন, চীন বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়ার এক গুরুত্বপুর্ণ চালিকাশক্তি এবং তাঁর দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগী।

তিনি বলেন, ২০২৩ সালে বিশ্বের অর্থনীতি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখী হচ্ছে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

এদিকে, মালয়েশিয়ার পুঁজি উন্নয়ন ব্যুরোর প্রকাশিত এক রিপোর্ট অনুসারে, ২০২২ সালে চীন ছিল মালয়েশিয়ার সর্বোচ্চ পুঁজির উত্সদেশ। এ বছর মালয়েশিয়ায় সরাসরি বিদেশী পুঁজির পরিমাণ ছিল ১৬৩.৩ বিলিয়ন রিংগিত, যার মধ্যে চীন থেকে এসেছে ৫৫.৪ বিলিয়ন রিংগিত, যা মোট বিনিয়োগের ৩৩.৯ শতাংশ।

আর চীনা পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে চীন ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২০৩.৬ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২১ সালের তুলনায় ১৫.৩ শতাংশ বেশি।  (ওয়াং হাইমান/আলিম/ছাই)