নারী শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় চীনের ছয়টি বিভাগের দিকনির্দেশনা
2023-03-09 19:35:38

মার্চ ৯: আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস উপলক্ষ্যে গতকাল (বুধবার), চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় এবং জাতীয় স্বাস্থ্য কমিশনসহ ছয়টি বিভাগ যৌথভাবে, "কর্মক্ষেত্রে যৌন হয়রানি নির্মূল" আইন এবং "কর্মক্ষেত্রে নারীকর্মী বিশেষ শ্রম সুরক্ষা ব্যবস্থা" জারি করেছে।

"কর্মক্ষেত্রে যৌন হয়রানি নির্মূল" শীর্ষক আইনে মোট ২০টি বিধি রয়েছে। আর "কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের জন্য বিশেষ শ্রম সুরক্ষা ব্যবস্থা"-য় মোট ২৬টি বিধি রয়েছে।  এসব বিধির লক্ষ্য কর্মক্ষেত্রে নারীর অধিকার ও স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা। (ইয়াং/আলিম/ছাই)