চীনে বাড়ছে ইলেকট্রিক গাড়ি ও চার্জিং স্টেশনের চাহিদা
2023-03-09 16:50:50


 

মার্চ ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ চিয়াংসুতে বিক্রি হওয়া প্রতি ৩টি নতুন গাড়ির একটিই হলো ইলেকট্রিক মডেলের। ফলে এই প্রদেশে ব্যাপকভাবে বাড়ছে নতুন চার্জিং স্টেশনের চাহিদা। এসব চার্জিং স্টেশন স্থাপনের কাজ করছে চীনের সরকারি-বেসরকারি কোম্পানিগুলো।

 

প্রদেশের উসি মিউনিসিপ্যাল পাবলিক আম্পারেক্স টেকনোলজির ব্যবস্থাপক ছু ইউয়ান বলেন, একটা দ্রুতগতির চার্জিং স্টেশনে সর্বোচ্চ ৪৮০ কিলোওয়াট পর্যন্ত চার্জ দেওয়া সম্ভব। এখানে মাত্র ৫ মিনিট চার্জ দিলে ২৫০ কিলোমিটার পর্যন্ত গাড়ি চালানো সম্ভব হবে।

 

ভবিষ্যতে এসব চার্জিং স্টেশনের চাহিদা আরো বাড়বে। বর্তমানে কিছু কিছু গাড়িতে এই সুপার ফাস্ট চার্জিং স্টেশন সাপোর্ট করে। কোন কোন চালকের এমন ভুল ধারনাও আছে যে এতে তাদের গাড়ির ব্যাটারির ক্ষতি হতে পারে। তবে বিষয় হলো চার্জিং স্টেশনের চার্জ দেওয়ার সক্ষমতা গাড়ির ব্যাটারির সক্ষমতাকে অতিক্রম করতে পারে না।

 

প্রদেশের উসি মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ বলছে, ২০২৪ সাল নাগাদ এই অঞ্চলে গড়ে তোলা হবে অন্তত ১ লাখ নতুন চার্জিং স্টেশন। শহরে প্রতি ৯শ’ মিটার পর পর এবং গ্রামীণ এলাকায় প্রতি দেড় কিলোমিটার পরপর চার্জিং স্টেশন নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

 

সাজিদ/ রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি প্লাস