আধুনিক শিল্প-ব্যবস্থা গড়ে তুলে গুণগতমানের উন্নয়ন বাস্তবায়ন করা হবে
2023-03-09 11:18:04

মার্চ ৯: চীনের চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের প্রথম অধিবেশন চলাকালে এনপিসি’র প্রতিনিধিরা গুণগতমানের উন্নয়ন, আধুনিক শিল্প-ব্যবস্থা গড়ে তোলা এবং তৃণমূল পর্যায়ের প্রশাসনের সমন্বয়ের বিষয়ে প্রস্তাব দিয়েছেন।

এনপিসি’র প্রতিনিধি লিয়াও জেং থাই বলেন, প্রযুক্তিগত নব্যতাপ্রবর্তনের প্ল্যাটফর্ম নির্মাণ দ্রুত করতে হবে। বর্তমানে চীনা যুবকদের আরো ভালো কর্মপরিবেশ দরকার। তাই এমন প্ল্যাটফর্ম গড়ে তোলা জরুরি। চীনের পরীক্ষাগার ও নব্যতাপ্রবর্তন কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার নির্মাণে বিভিন্ন সৃজনশীল সাফল্যের শিল্পায়ন দ্রুত করা সম্ভব।

 

এনপিসি’র প্রতিনিধি চৌ ইয়ুন চিয়ে মনে করেন, আধুনিক শিল্প-ব্যবস্থা দ্রুত গড়ে তোলার মাধ্যমে গুনগতমানের উন্নয়ন বাস্তবায়ন করা যায় এবং আরো উন্মুক্ত সৃজনশীল ব্যবস্থা গঠন করা যায়। চীনের আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠান উন্নত গবেষণা নেটওয়ার্ক ব্যবহার করে বিশ্বের শীর্ষ পর্যায়ের বিজ্ঞানীদের সৃজনশীলতাকে আকর্ষণ করতে পারে। বিভিন্ন গবেষণাগারের উচিত- শিল্প চেইনের সৃজনশীল ব্যবস্থা নির্মাণ করা।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)