প্রযুক্তিখাতে বিনিয়োগ বাড়াবে সিনচিয়াং
2023-03-09 16:46:02

 

মার্চ ৯, সিএমজি বাংলা ডেস্ক : চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলকে আরও আধুনিক ও  উন্নত স্তরে পৌঁছাতে প্রযুক্তিখাতে বিনিয়োগ বাড়ানো হবে বলে জানিয়েছেন সিনচিয়াংয়ের পার্টি প্রধান মা চিংরুই।

 

চলমান ১৪ তম জাতীয় গণ কংগ্রেসে সিনচিয়াং প্রতিনিধি দলের প্যানেল আলোচনার সময় তিনি একথা বলেন।

 

পার্টি প্রধান বলেন, "সম্পদ, ভূতাত্ত্বিক সুবিধা এবং নীতির সমর্থনে অঞ্চলটিতে প্রযুক্তিগত উদ্ভাবনের বিষয়ে চিন্তাভাবনা করা উচিত।

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে কাঠামোগত সংস্কারকে আরও গভীর করতে এই অঞ্চলের তিন বছর মেয়াদী পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করার কথাও বলেন তিনি।

 

প্রতিনিধি দলের এনপিসি ডেপুটি এবং চাইনিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেসের ইনস্টিটিউট অফ চাইনিজ বর্ডারল্যান্ড স্টাডিজের প্রধান চিং কুয়াংচেং বলেন, “ মা চিংরুই প্রযুক্তিগত উন্নয়ন এবং উদ্ভাবনকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, যা- সিনচিয়াংয়ের মান উন্নয়নের চাবিকাঠি”।

 

চিং বলেন,  "সিনচিয়াং সম্পদ-সমৃদ্ধ, কিন্তু এই ধরনের সুবিধা এই অঞ্চলের মান উন্নয়নে সমর্থন করার জন্য পর্যাপ্ত নয়। অঞ্চলটিকে অবশ্যই মাইক্রোচিপের মতো উচ্চ-প্রযুক্তি শিল্পের বিকাশের দিকে মনোনিবেশ করতে হবে" ।

 

মিম/শান্তা

তথ্য ও ছবি- চায়না ডেইলি