মার্চ ৯: আজ (বুধবার) চীন ও স্পেনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং স্পেনের রাজা ফিলিপ হুয়ান পাবলো আলফানসো পরস্পরকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।
সি চিন পিং বলেন, স্পেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার অর্ধেক শতাব্দীতে দু’পক্ষ পারস্পরিক সম্মান, পারস্পরিক উপকারিতা ও সমতা নিয়ে মৈত্রী গভীরতর করেছে, সহযোগিতা জোরদার করে, সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠা ও উন্নত করেছে। যা দু’দেশের জনগণের জন্য বাস্তব কল্যাণ বয়ে এনেছে।
তিনি চীন-স্পেন সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে রাজা ফিলিপের সঙ্গে দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরকে নতুন সূচনা-বিন্দু হিসেবে পারস্পরিক রাজনৈতিক আস্থা সুসংহত করা, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা বাড়ানো, মানুষে মানুষে বন্ধন বৃদ্ধি এবং দু’দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নতুন অধ্যায় রচনার আগ্রহ প্রকাশ করেন।
ফিলিপ বলেন, গত ৫০ বছরে স্পেন-চীন সম্পর্ক স্থিতিশীল ও সুষ্ঠুভাবে উন্নত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ধারাবাহিকভাবে এগিয়েছে, জনগণের মৈত্রী অব্যাহতভাবে গভীর হচ্ছে। তিনি বিশ্বাস করেন, দু’দেশ সার্বিক বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ও বাস্তব সহযোগিতা বাড়ানোর পাশাপাশি, হাতে হাত রেখে জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে।
(প্রেমা/তৌহিদ/আকাশ)