দক্ষতা দেখিয়েছে চীনের মানববিহীন ‘আক্রমণ বিমান’
2023-03-09 16:51:56


 

মার্চ ০৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ প্রতিষ্ঠান চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন জানিয়েছে, তারা দেশটির একটি মানবহীন ‘আক্রমণ বিমান’ দিয়ে সফলতার সঙ্গে কয়েক ডজন পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করেছে৷

 

বেইজিংয়ে কর্পোরেশনের তৃতীয় একাডেমির প্রেসিডেন্ট ওয়াং ছাংছিং বলেন, "২০২১ সালের জানুয়ারিতে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পর ডাব্লিউজে-৭০০ বিমানের প্রোটোটাইপগুলোর উচ্চতা, উচ্চ-গতি বা দীর্ঘ-মেয়াদী ক্রিয়াকলাপের সক্ষমতা ও কর্মক্ষমতা পরীক্ষা করার জন্য কয়েক ডজন ফ্লাইট পরিচালনা করা হয়।

 

তিনি জানান, এসব পরীক্ষার মধ্য দিয়ে নকশাকারী ও প্রকৌশলীরা এ মানবহীন বিমান বা ড্রোনের সর্বোচ্চ ক্ষমতা নির্ধারণ করতে সক্ষম হয়েছেন এবং গ্রাহকরা এর ফলাফল পছন্দ করেছেন।

 

প্রসঙ্গত, চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন হলো সেনাবাহিনীতে ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রধান সরবরাহকারী।

 রহমান/শান্তা

 

তথ্য ও ছবি: সিজিটিএন