চীনের গুণগতমানের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছে আন্তর্জাতিক সমাজ
2023-03-09 11:17:03

মার্চ ৯: ২০২৩ দুই অধিবেশন চলাকালে চীনের গুণগতমানের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। চীন তার অংশীদারদের নিয়ে বহুপক্ষবাদ অনুসরণ করে, যৌথভাবে ‘বেল্ড এ্যান্ড রোড’ উদ্যোগ নির্মাণ করেছে, যাতে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার স্বার্থ অর্জন করা যায়।

 

মার্কিন নর্থ-ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেনিস সিমন মনে করেন, চীনের উন্নয়ন শুধু জিডিপি’র প্রবৃদ্ধি নয়, বরং গুণগতমান উন্নয়নের ওপর নজর রেখেছে। চীন ধাপে ধাপে নিজের অর্থনীতিতে আরো বেশি মূল্য সংযোজন করবে; যা বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় অন্যান্য দেশের আকর্ষণীয় সহযোগী অংশীদার।

 

মিশরের সাবেক প্রধানমন্ত্রী ইসাম শারাফ মনে করেন, চীনা অর্থনীতি একদিকে স্বদেশের গুণগতমানের উন্নয়ন বাস্তবায়ন করেছে, অন্যদিকে ‘বেল্ড এ্যান্ড রোড’ উদ্যোগের মাধ্যমে বৈদেশিক উন্মুক্তকরণ বাস্তবায়ন করেছে। চীনের অর্থনীতির টেকসই উন্নয়ন বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

ইতালির সাবেক আইনমন্ত্রী ও রোম বিশ্ববিদ্যালয়ের আইন একাডেমির মহাপরিচালক অলিভিয়েরো ডি লিবার্তো বলেছেন, চীনের সঙ্গে গঠনমূলক, ইতিবাচক ও শান্তিপূর্ণ সম্পর্ক উন্নয়ন করা এবং আর্থ-বাণিজ্যিক, সাংস্কৃতিক ও একাডেমিক সহযোগিতা চালু করা ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)