জাতিসংঘে জন্মস্থানের সমৃদ্ধি ও স্থিতিশীলতার কথা জানালেন হংকংয়ের যুবক
2023-03-09 19:34:18

মার্চ ৯: চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের যুবক এবং চীনের জাতিসংঘ সংস্থার পরিচালক হুয়াং চি ছিয়ান গতকাল (বুধবার) জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫২তম অধিবেশনে হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতার কথা তুলে ধরেন।

হুয়াং চি ছিয়ান বলেন, হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন প্রণয়নের পর বিগত তিন বছরে সেখানে স্থিতিশীলতা পুনরুদ্ধার হয়েছে। হংকংয়ের বিশৃঙ্খলা শৃঙ্খলায় রূপান্তরিত হয়েছে। হংকং জাতীয় নিরাপত্তা আইন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর উচিত চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা এবং তাদের নিজেদের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে মন দেওয়া।  (ইয়াং/আলিম/ছাই)