প্রতিনিধিদের চোখে দুই অধিবেশন দেখা- উচ্চ মানের উন্নয়নের মাধ্যমে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকীকরণ
2023-03-09 14:07:46

মার্চ ৯: চলতি বছরের দুই অধিবেশনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণ সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের চেতনার বাস্তবায়ন, উচ্চ মানের চীনা বৈশিষ্ট্যময় আধুনিকীকরণ জোরদার করার জন্য দিকনির্দেশনা দিয়েছে। প্রতিনিধিরা মনে করেন, উচ্চ মানের উন্নয়নকে কেন্দ্র করে বাস্তব কাজের মাধ্যমে সমাজতন্ত্রের সার্বিক আধুনিক দেশ গঠনের ভালো সূচনা করা যাবে।

উচ্চ পর্যায়ের প্রযুক্তিগত স্বনির্ভরতা উচ্চ মানের উন্নয়নের একমাত্র পথ। তীব্র আন্তর্জাতিক প্রতিযোগিতার সামনে নতুন ক্ষেত্র ও নতুন প্রাধান্য তৈরির জন্য বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন প্রয়োজন। জাতীয় গণ-কংগ্রেসের প্রতিনিধি চৌ ইয়ুন চিয়ে বলেন, চীনের বহুজাতিক কোম্পানির উচিত বিশ্বব্যাপী গবেষণা ও উন্নয়ন নেটওয়ার্ক ব্যবহার করে শ্রেষ্ঠ মানের বিজ্ঞানীদের আকৃষ্ট করা। তা ছাড়া উত্পাদন ও পরিচালনা ব্যবস্থাও উন্নত করতে হবে, প্রকৃত অর্থনীতির উন্নয়নশক্তি সক্রিয় করতে হবে।

গুরুত্বপূর্ণ খাত ও গুরুত্বপূর্ণ উত্পাদন খাতে স্বনির্ভরতা অর্জন খুব জরুরি। জাতীয় গণ-কংগ্রেসের প্রতিনিধি চাং শেং লি বলেন, বর্তমান নিংসিয়ার কয়লা থেকে তেল উত্পাদন জাতীয় কৌশলগত প্রকল্পে উত্পাদন প্রযুক্তির স্বনির্ভরতা ৯৯ শতাংশ, উত্পাদনের সব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চীন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। দেশের এখন উত্পাদন বৃদ্ধির দক্ষতাও আছে।

(তুহিনা/তৌহিদ/মুক্তা)