গণমুক্তি ফৌজ ও সশস্ত্র পুলিশ বাহিনীর প্রতিনিধি দলের পূর্ণাঙ্গ সম্মেলনে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন সি চিন পিং
2023-03-09 10:33:33

মার্চ ৯: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনা প্রেসিডেন্ট ও চীনা কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল (বুধবার) বেইজিংয়ে গণমুক্তি ফৌজ ও সশস্ত্র পুলিশ বাহিনীর প্রতিনিধি দলের পূর্ণাঙ্গ সম্মেলনে যোগ দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

তিনি বলেছেন, জাতীয় কৌশলগত ব্যবস্থা ও দক্ষতা সমন্বয় ও উন্নত করা হল নতুন পরিস্থিতি, কাজ ও সময়ের দাবি। শক্তিশালী দেশ ও বাহিনী গঠন, উন্নয়ন ও নিরাপত্তা সমন্বয় করা এবং অর্থনৈতিক দৃঢ়তা ও নিরাপত্তা সমন্বিত করা কৌশলগত সিদ্ধান্ত। এর বাস্তবায়ন সার্বিক আধুনিক সমাজতান্ত্রিক দেশ গঠন, চীনা জাতির পুনরুত্থান জোরদার করা, বাহিনীর শতবর্ষের লক্ষ্য বাস্তবায়ন এবং বিশ্বের প্রথম সারির বাহিনী গঠনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সবার উচিত চিন্তাভাবনা সমন্বয় করা, সক্রিয়ভাবে দায়িত্ব পালন করা, লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করা এবং যৌথভাবে সমন্বিত জাতীয় কৌশলগত ব্যবস্থা ও ক্ষমতা প্রতিষ্ঠার জন্য নতুন পরিবেশ তৈরি করা।

সম্মেলনে কেন্দ্রীয় সামরিক কমিশনের বিজ্ঞান ও প্রযুক্তি কমিটি, প্রতিরক্ষা ব্যবস্থা, সেনাবাহিনী, নৌবাহিনী ইত্যাদি বিভাগের প্রতিনিধি- জাতীয় পরীক্ষাগার নির্মাণ, জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ, জাতীয় প্রতিরক্ষা শিক্ষাসহ অনেক বিষয়ের প্রস্তাব দেন।

(তুহিনা/তৌহিদমুক্তা)