নারী-পুরুষ সমতা রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার তাগিদ চীনের
2023-03-08 19:37:59

মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: নারীদের অগ্রযাত্রা, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চীনা কর্তৃপক্ষ। আন্তর্জাতিক নারী দিবসে বৈশ্বিক নারী-পুরুষ সমতা রক্ষা ও নারীদের আরো উন্নয়ন নিশ্চিত করারও আহ্বান জানানো হয়। চীনের স্টেট কাউন্সিলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি অন চিলড্রেন অ্যান্ড উইমেনের ভাইস চেয়ারম্যান লিন ই এ কথা বলেন।

 

তিনি জানান, ২৩ বছর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ঐতিহাসিক ১৩২৫ নম্বর সমঝোতা পাশের পরই নারীর অগ্রযাত্রায় কাজ শুরু হয়। এ সময় তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে নারী-পুরুষ সমতা অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো সহযোগিতা বাড়াতে হবে।

 

চীন রাষ্ট্রীয়ভাবে নারী-পুরুষ সমতাকে উৎসাহিত করে উল্লেখ করে তিনি বলেন, একইসঙ্গে তার দেশ নারীদের ক্ষমতায়নের ব্যাপারেও ভূমিকা পালন করে। চীনের অন্তত ৪০ মিলিয়ন নারীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতিসহ নানা ক্ষেত্রে ৫৭ মিলিয়ন চাকরির সুযোগ তৈরি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, চীনের আধুনিকায়নের লক্ষ্যে চীনা নারীদের জীবনমান উন্নয়নে বিরাট পরিবর্তন সূচিত হয়েছে।

 

লিন ই বলেন, গ্রামীণ পর্যায়ে পুনরুজ্জীবন থেকে শুরু করে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন, সামাজিক সুশাসন থেকে শুরু করে আন্তর্জাতিক বিনিময়, জীবনের সব ক্ষেত্রে আরো অধিক সংখ্যক চীনা নারী অংশগ্রহণ করেছে, নেতৃত্ব দিচ্ছে। নিজেদের কাজের মাধ্যমেই তারা যোগ্যতার পরিচয় দিচ্ছে ও সফলতার ছাপ ফেলছে।

 

সাজিদ/ শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি প্লাস