চীনের আত্ম-কর্মসংস্থান খাতের ব্যবসায়ীদের সহায়তায় সুবিধাজনক নীতি চালু হবে
2023-03-08 10:57:59

মার্চ ৮: গতকাল (মঙ্গলবার) বিকেলে চীনের চতুর্দশ এনপিসি’র প্রথম অধিবেশনের দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের পর দ্বিতীয় দফার মন্ত্রীদের সাক্ষাত্কার আয়োজন করা হয়।

চীনের রাষ্ট্রীয় বাজার তত্ত্বাবধান ও প্রশাসন ব্যুরোর প্রধান লুও ওয়েন বলেন, গত ১০ বছরে চীনের আত্ম-কর্মসংস্থান বা উদ্যোক্তা ব্যবসায়ীদের ব্যবসা দ্রুত উন্নত হয়েছে। ব্যবসার পরিমাণ ২০১২ সালে ছিল ৪ কোটি ৫৯০ হাজার। ২০২৩ সালে এসে তা ১১ কোটি ৫০ লাখে উন্নীত হয়েছে। এ থেকে চীনা অর্থনীতির প্রাণশক্তি ও সহনশীলতা বোঝা যায়।

 

চলতি বছর উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নে আরো বেশি সুবিধা দেওয়া হবে। প্রথমত, তাদের ব্যবসার ধরণ চিহ্নিত করে সুনির্দিষ্ট সহায়তা দেওয়া হবে। দ্বিতীয়ত, আত্ম-কর্মসংস্থান খাতের ব্যবসায়ীদের জন-পরিষেবা প্ল্যাটফর্মের ব্যবস্থা করা হবে। তৃতীয়ত, আত্ম-কর্মসংস্থান খাতের ব্যবসায়ীদের বাজারে প্রবেশ করাসহ বিভিন্ন পরিষেবা দেওয়া হবে। এভাবে চীনা অর্থনীতি ও সমাজের গুণগতমানের উন্নয়ন বাস্তবায়ন করা যাবে।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)