‘যখন এই বিশ্বে গোলাপ ফুল নেই’
2023-03-08 13:00:04

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিয়াং ইয়ুং ছি-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

লিয়াং ইয়ুং ছি, ১৯৭৬ সালের ২৫ মার্চ চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের একজন নারী কণ্ঠশিল্পী, গীতিকার ও অভিনেতা।

স্কুলে লেখাপড়ার সময় লিয়াং ইয়ুং ছি’র সুন্দর চেহারা এবং বিশেষ শৈল্পিক প্রতিভা খুঁজে পায় বিনোদন কোম্পানি। সেসময় তিনি চীনের বিখ্যাত অভিনেতা লিউ দ্য হুয়া’র সঙ্গে ‘Full Throttle’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এর মাধ্যমে লিয়াং ইয়ুং ছি ১৫তম হংকং হংকং ফিল্ম আওয়ার্ডসের শ্রেষ্ঠ নতুন অভিনেত্রীর মনোনয়ন পান।

 

বন্ধুরা, এখন শুনুন লিয়াং ইয়ুং ছি’র গান ‘যখন এই বিশ্বে গোলাপ ফুল নেই’। গানের কথাগুলো এমন: সম্প্রতি কাজ অনেক বেশি, বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার সময়ও নেই। মাঝে মাঝে তোমাকে উপেক্ষা করি। আজ রাতে নিশ্চয় ব্যস্ততা থেকে বের হবো। সে রাতের তারার আকাশের নিচে, তোমার কাছে থাকবো, সেদিনের প্রেমের প্রতিশ্রুতি আবার বলবো। যখন এই বিশ্বে গোলাপ ফুল নেই, সব কিছুই শুকিয়ে যায়। তুমি অপরিবর্তনীয়, তুমি আমার ভালোবাসা।

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, এবারে শুনুন লিয়াং ইয়ুং ছি’র গান ‘সবচেয়ে সুন্দর’। গানের কথাগুলো এমন: তোমার শ্বাস শুনে আমার মন স্থির হয়। যখন রাত আসে, চোখ বন্ধ করে, সে কণ্ঠে যেন সমুদ্রের ঢেউ আসে। গন্ধ লাগে না, রং লাগে না, কোনো কথাও লাগে না। আমি তোমায় কোলে নেই, এত তীব্র ভালোবাসা, তা হল তোমাকে আমার স্বীকৃতি।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন লিয়াং ইয়ুং ছি’র গান ‘প্রতিদিন’। গানের কথাগুলো এমন: কে আমার দুঃখের সময়, সবসময় আমার মনের কথা বোঝে। মনের দুঃখ শেয়ার করে। যখন আমি মাটিতে পড়ে যাই, তখন কে আমার পাশে থাকে, সবসময় আমাকে সমর্থন করে। আমার ঠান্ডা জীবন উজ্জ্বল হয়। তুমি, সবই তুমি। জানো কি না, আমি কত ভাগ্যবান, তোমাকে পাই। শুধু তোমার কারণে আমি নিজেকে ছেড়ে দেই নি।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো লিয়াং ইয়ুং ছি’র আরেকটি গান, গানের নাম ‘গ্রীষ্মকালের এক সেকেন্ড’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিয়াং ইয়ুং ছি’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)