চতুর্দশ এনপিসি’র প্রথম অধিবেশনের দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত
2023-03-08 10:55:47

মার্চ ৮: গতকাল (মঙ্গলবার) বিকেলে বেইজিং গণ-মহাভবনে চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের (এনপিসি) প্রথম অধিবেশনের দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে এনপিসি’র স্ট্যান্ডিং কমিটির কর্মপ্রতিবেদন, চীনের সর্বোচ্চ গণ-আদালতের কর্মপ্রতিবেদন ও সর্বোচ্চ গণ-অভিশংসক দপ্তরের কর্মপ্রতিবেদন এবং রাষ্ট্রীয় পরিষদের কাঠামোগত সংস্কার প্রস্তাব পর্যালোচনা করা হয়েছে। প্রেসিডেন্ট সি চিন পিং ও লি ছিয়াং-সহ সিপিসি’র নেতৃবৃন্দ এবং এনপিসি’র প্রতিনিধিসহ প্রায় ৩০০০জন অধিবেশনে উপস্থিত ছিলেন।

 

এনপিসি’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লি চান সু- সংশ্লিষ্ট কর্মপ্রতিবেদন তুলে ধরেন। গত ৫ বছরে এনপিসি’র স্ট্যান্ডিং কমিটি সিপিসি’র গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আলোকে চীনাদের সুখী জীবনের আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রীয় প্রশাসনিক ব্যবস্থা ও আধুনিকায়নের চাহিদা অনুযায়ী বাস্তবসম্মতভাবে দায়িত্ব পালন করেছে। এর মধ্যে রয়েছে আইন প্রণয়ন, সংশ্লিষ্ট তত্ত্বাবধান, এনপিসি’র প্রতিনিধিদের প্রস্তাব সমন্বয় এবং বৈদেশিক কাজ সম্পন্ন করা।

চীনের সর্বোচ্চ গণ-আদালতের প্রধান চৌ ছিয়াং কর্মপ্রতিবেদনে জানান যে, ২০২২ সালে চীনের বিভিন্ন পর্যায়ের আদালতের কাজ সুষ্ঠুভাবে চলছে। ৩ কোটি ৩৭ লাখ মামলার মধ্যে ৩ কোটি ৮১০ হাজার মামলা সম্পন্ন হয়েছে।

 

চীনের সর্বোচ্চ অভিশংসক দপ্তরের প্রধান চাং জুন বলেন, গত ৫ বছরে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে জনগণকে কেন্দ্রে রাখার ভিত্তিতে চীনের অভিশংসক কাজের ব্যাপক উন্নতি হয়েছে। পাশাপাশি, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা, গণ-জীবিকা নিশ্চিতকরণ এবং আইনগত ন্যায়বিচার সংরক্ষণে গুরুত্বপূর্ণ কাজ নিশ্চিত করা হয়েছে।

 

চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং রাষ্ট্রীয় পরিষদের কাঠামোগত সংস্কারের প্রস্তাব দিয়েছেন। তাতে বলা হয়, সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসে ‘সিপিসি ও রাষ্ট্রীয় সংস্থার সংস্কার প্রস্তাব’ পর্যালোচনা ও গৃহীত হয়েছে। এই অধিবেশনে উত্থাপিত প্রস্তাবে চীনের বিজ্ঞান প্রযুক্তি, আর্থিক তত্ত্বাবধান, তথ্য প্রশাসন, গ্রামীণ পুনরুজ্জীবন, মেধাস্বত্ত্ব ও বয়স্ক পরিষেবাসহ বিভিন্ন সংস্থার সংস্কারের পদক্ষেপ তুলে ধরা হয়। যেমন, চীনের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় নতুন করে পুনর্গঠন করা হবে এবং রাষ্ট্রীয় আর্থিক তত্ত্বাবধান ও প্রশাসন ব্যুরো গঠন করা হবে। এসব প্রতিষ্ঠান সমন্বয়ের পাশাপাশি চীনের রাষ্ট্রীয় পরিষদের দপ্তরের সঙ্গে আরো ২৬টি বিভাগ রয়েছে।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)