নতুন যুগে নারীর আত্মবিশ্বাস ও শক্তি
2023-03-08 10:31:23

 

আজ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানাতে এবং অর্থনীতি, রাজনীতি ও সমাজে নারীদের অবদানের প্রশংসা করতে এ দিবসটি পালন করা হয়। আমাদের সব নারী ও মেয়ে দর্শক এবং সারা বিশ্বের সকল নারীদের জানাই নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা। আমিও একজন নারী, তাই আজকে আমরা নারীদের নিয়ে কিছু কথা বলব।

 

চীনে একটি কথা প্রচলিত আছে যে নারী অর্ধেক আকাশ ধরে রাখতে পারে। আজকাল নারীদের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা দিন দিন বাড়ছে। লিঙ্গ বৈষম্য বেধ করে নারীরাও এখন অর্থনৈতিক কর্মকাণ্ডে বেশি করে অংশগ্রহণ করছেন।

 

পরিসংখ্যান অনুযায়ী, চীনে ৭০ শতাংশ নারী কাজ করেন। একই কাজ করে নারী ও পুরুষদের আয়ের ব্যবধান কমে যাচ্ছে। তাই মহিলা পাইলট, মহিলা মহাকাশচারী, মহিলা বিজ্ঞানীসহ নানা ক্ষেত্রে আমরা শ্রেষ্ঠ নারী দেখতে পাচ্ছি। ২০১৯ সালে চীনে উচ্চ শিক্ষিত নারীর সংখ্যা ৫০ শতাংশ ছাড়িয়েছিল। নারীর অধিকার ও স্বাধীনতাও জোরদার হচ্ছে। পাশাপাশি, পরিবারের জন্য কেনাকাটা বেশি করে নারী। আর তাদের হাতেই নিষ্পত্তিযোগ্য অনেক টাকা আছে।

 

চীনে ২০-৬০ বছর বয়সী নারী ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি এবং ৯৭ শতাংশ নারী পরিবারের কেনাকাটার দায়িত্ব পালন করছেন। তাই চীনে নারী অর্থনীতি অনেক শক্তিশালী।

 

২০০৭ সালে চীনের শিক্ষা মন্ত্রণালয় ১৭১টি নতুন চীনা শব্দ প্রকাশ করে এবং নারী অর্থনীতি এর মধ্যে অন্যতম। নারীকে কেন্দ্র করে আর্থিক ব্যবস্থাপনা এবং ভোগ নিয়ে গঠিত অর্থনৈতিক ফেনোমেননকে বলা হয় নারী অর্থনীতি। আধুনিক নারীদের আয় বেশি এবং তাদের সুযোগও বেশি। আরও উচ্চ মানের জীবনযাপন উপভোগ করতে কাজ করেন তারা। তাই নারীরা ভোগ্য পণ্যের প্রধান ভোক্তা হয়ে উঠেছে।

 

চীনের অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম টিমলের একটি প্রতিবেদন অনুযায়ী,  টিমলের নতুন ব্র্যান্ডের মধ্যে ৮০ শতাংশই নারীদের চাহিদা পূরণে স্থাপন করা হয় এবং পুরুষদের পণ্যের জন্য মূল ভোক্তারাও নারী। টিমলে বাস্কেটবল জুতা এবং স্যুটের ৭০-৮০ শতাংশ ক্রেতা হল নারী।

 

আমি খুব খুশি যে নতুন যুগে নারীরা আরও আত্মবিশ্বাসী ও শক্তিশালী হয়েছেন। আমরা পুরুষদের মতো কাজ করতে পারি। পাশাপাশি, জীবন উপভোগ করতে পারি। মেয়ে, স্ত্রী ও মা হিসেবে নারী পরিবারকে ভালবাসে। তাই তাদের নিজেদেরকেও ভালবাসতে হয়। এখন আমাদের সিদ্ধান্ত নেয়ার দক্ষতা ও সাহস আছে।

 

প্রত্যেক মেয়েকে বলছি যে আপনি যেমন হতে চান হয়ে উঠুন। আপনার বয়স যাই হোক না কেন- সব সময় আন্তরিক থাকুন এবং  সাহস নিয়ে চেষ্টা করুন। (শিশির/এনাম)