উসি জাদুঘরে ব্রোঞ্জ যুগের নিদর্শনের প্রদর্শনী
2023-03-08 19:34:38

 

মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের উসি শহরে চলছে ব্রোঞ্জ যুগের বিভিন্ন নিদর্শনের প্রদর্শনী। উসি মিউজিয়ামে এই প্রদর্শনীতে ১১০টি নিদর্শন রয়েছে। মধ্যচীন এবং চিয়াংনান অঞ্চলের প্রত্নতাত্ত্বিক স্থান থেকে খনন করে এসব নিদর্শন পাওয়া গেছে। মধ্য চীন এবং ইয়াংজি ও হুয়াইহ্য নদীর অববাহিকায় প্রাপ্ত নিদর্শনগুলো দর্শকদের ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। এখানে ৭৭০ থেকে ৪৭৬ খ্রিস্টপূর্বাব্দের চু রাজ্যের রাজকন্যা উর আমলের বসন্ত ও হেমন্ত যুগের সামগ্রী এবং ৪৭৫ থেকে ২২১ খ্রিস্টপূর্বাব্দের স্প্রিং অ্যান্ড অটাম এবং যুদ্ধরত রাজ্য সময়ের সামগ্রী প্রদর্শিত হচ্ছে।

বেশিরভাগ নিদর্শন এসেছে চোংচৌ এর হ্যনান মিউজিয়াম থেকে।

চীনা জাতি ও সভ্যতার জন্মভূমি বলা হয় হ্যনান প্রদেশকে। অন্যদিকে চীনা সভ্যতার ক্রান্তিকালের জন্মভূমি বলা হয় উসি শহরকে ।

চীনের প্রাচীন সভ্যতার পরিচয়বাহী এই প্রদর্শনী রোববার শুরু হয়েছে। চলবে ৪ জুন পর্যন্ত।

শান্তা/সাজিদ