চীনা আধুনিকায়নে মানুষ ও প্রকৃতির সম্প্রীতিময় সহাবস্থানের প্রশংসায় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা
2023-03-08 19:36:59


 

মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের আধুনিকায়ন উদ্যোগে মানুষ ও প্রকৃতির সম্প্রীতিময় সহাবস্থানের উচ্চ প্রশংসা করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ।

 

সেনেগালের চীন বিষয়ক বিশেষজ্ঞ আমাদৌ দিওপ বলেন, পরিবেশ রক্ষায় বিশ্বে প্রধান ভূমিকা পালনকারী দেশ চীন। সবুজ উন্নয়ন ও পরিবেশ-প্রতিবেশ রক্ষায় দূষণ রোধে বড় কাজ করেছে দেশটি। এ প্রসঙ্গে চীনের পুনঃবনায়ন কর্মসূচি ও এ সংক্রান্ত নীতির কথা উল্লেখ করে আমাদৌ বলেন, গোটা পৃথিবীর জন্য চীন উদাহরণ হয়েছে।

 

পাকিস্তানের ইসলাবাদভিত্তিক ইনস্টিটিউট অফ পলিসি স্টাডিজের রিসার্চ ফেলো সৈয়দ ফিরাসাত সাহ বলেন, কার্বনমুক্ত কিংবা অপেক্ষাকৃত কম কার্বনযুক্ত পরিবেশ নিশ্চিত করতে চীন তার অনেক কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়েছে। এ জন্য চীন প্রযুক্তিতে পরিবর্তন এনেছে এবং ভিন্ন জ্বালানি ব্যবহার করছে।

 

ঘানা-চীন ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেঞ্জামিন অ্যানইয়াগ্রে বলেন, প্রতিবেশ-ভিত্তিক সভ্যতা প্রতিষ্ঠায় চীন নেতৃত্ব দিচ্ছে। আপনি চীনের যেখানে যাবেন দেখবেন সবুজ আর সবুজ। তারা সবুজের গুরুত্ব বোঝেন। চীনের কাছ থেকে আমাদের শেখা উচিত।

 

হাশিম/শান্তা

তথ্য ও ছবি: সিনহুয়া