বিভিন্ন দেশের মিডিয়া চীনের ‘দুই অধিবেশনে’ নজর রাখছে
2023-03-08 14:24:12

মার্চ ৮: গত ৫ মার্চ ইরাকের জাতীয় সংবাদ সংস্থা ‘চীনের চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের (এনপিসি) প্রথম অধিবেশন বেইজিংয়ে অনুষ্ঠিত’ শিরোনামে খবর প্রকাশ করে। খবরে বলা হয়, চীন বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে উচ্চ মানের উন্নয়ন নেতৃত্ব দেয়, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্র স্বাধীন উদ্ভাবনের দক্ষতা জোরদার করে। খবরে চলতি বছর চীনের জিডিপি বৃদ্ধি, শহুরে কর্মসংস্থান বৃদ্ধি- ইত্যাদি উন্নয়ন লক্ষ্যে দৃষ্টি রাখা হয়।

জিম্বাবুয়ের সংবাদপত্র ‘হেরাল্ডের’ খবরের শিরোনাম ছিল ‘চীনা বৈশিষ্ট্যময় আধুনিকীকরণ মানুষের আধুনিকীকরণের জন্য নতুন বিকল্প দিয়েছে’। খবরে চলতি বছর চীনের কূটনীতি ও ‘এক অঞ্চল, এক পথ’ সহযোগিতা- ইত্যাদি বিষয়ে গুরুত্ব দেয়। সংবাদপত্রের প্রধান সম্পাদক জেনাঙ্গা আশা করেন, চলতি বছরের দুই অধিবেশনে চীন আরো বেশি জাতীয় অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ ও টেকসই রাজনীতি, অর্থনীতি, সামাজিক উন্নয়ন পদক্ষেপের প্রস্তাব করবে। তিনি বলেন, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকীকরণ মানুষের আধুনিকীকরণের জন্য নতুন বিকল্প দিয়েছে, চীনের আধুনিকীকরণ পাশ্চাত্যকরণের সমতুল্য- এই ভুল ভেঙ্গে দিয়েছে।

কেনিয়া ব্রডকাস্টিং কর্পোরেশনের সম্পাদক এরিক বিগন বলেন, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ; যা প্রশংসাযোগ্য। আরো প্রশংসার বিষয় হল, চীন শান্তিপূর্ণ উপায়ে ও নিজস্ব পদ্ধতিতে উন্নত হয়েছে। অন্যান্য দেশ এ থেকে অনেক কিছু শিখতে পারে।

(তুহিনা/তৌহিদ/মুক্তা)