বিশ্ব শান্তি ও উন্নয়ন জোরদার করার গুরুত্বপূর্ণ শক্তি চীন
2023-03-08 15:38:11

মার্চ ৮: বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ বলেছেন, চীন মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি নির্মাণের ধারণা পোষণ করে, যৌথ আলোচনা, নির্মাণ ও সমন্বিত অর্জনের বৈশ্বিক প্রশাসনের ধারণায় অবিচল থাকে। পাশাপাশি, জাতিসংঘের চেতনায় ব্যাপক সমর্থন দেয়, বিশ্বের উন্নয়ন উদ্যোগ ও বিশ্ব নিরাপত্তা উদ্যোগ কার্যকরভাবে জোরদার করে, উচ্চমানে ‘এক অঞ্চল, এক পথ’ নির্মাণ করে, বিশ্বের টেকসই উন্নয়নে সহায়তা দেয়। চীন মানবজাতির শান্তি ও উন্নয়ন বেগবান করার গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হচ্ছে।

থাইল্যান্ডের সাবেক উপ-প্রধানমন্ত্রী বলেছেন, প্রেসিডেন্ট সি’র মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার ধারণা দ্বন্দ্ব ও সংঘাত মোকাবিলায় সহায়ক। যুদ্ধ এড়িয়ে বিশ্ব শান্তি জোরদার করা, পারস্পরিক কল্যাণ ও উভয়ের জন্য কল্যাণকর ও পারস্পরিক সম্মানের বিশ্ব প্রতিষ্ঠার জন্য সহায়ক।

ব্রাজিলের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী মনে করেন, বিশ্বকে সহযোগিতা ও জয়-জয়ের ধারণা দেয় চীন। চীনের নীতিগত ধারণায় বিভিন্ন দেশের জনগণের গুরুত্ব অর্জন করা উচিত।

ফ্রান্সের স্কিলার-ইন্সটিটিউটের গবেষক বলেন, প্রেসিডেন্ট সি’র বিশ্ব উন্নয়ন উদ্যোগ উন্মুক্তকরণ, ক্ষমা ও বিনিময়কে গুরুত্ব দেয়।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক বলেন, বিশ্ব নিরাপত্তা খাতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চীনের উত্থাপিত বিশ্ব নিরাপত্তা উদ্যোগ সহযোগিতা ও উন্নয়নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

(প্রেমা/তৌহিদ/আকাশ)