পৃথিবীর কাছাকাছি একটি নতুন গ্রহাণু আবিষ্কার করেছে চীন
2023-03-08 19:11:08

মার্চ ৮: চীনের বিজ্ঞান একাডেমির সিনচিয়াং মানমন্দির থেকে আজ (বুধবার) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মানন্দিরের নানশান পর্যবেক্ষণকেন্দ্রের টেলিস্কোপ পৃথিবীর কাছাকাছি একটি নতুন গ্রহাণু আবিষ্কার করেছে।

সিনচিয়াং মানন্দিরের অপটিক্যাল অ্যাস্ট্রোনমি ও প্রযুক্তি প্রয়োগ গবেষণাকেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা ও গবেষক এলি ইশামুদিন জানান, নতুন গ্রহাণুটি ২০০ মিটার ব্যাসের, যার আয়তন প্রায় দুটি ফুটবল মাঠের সমান। আর গ্রহাণু ও পৃথিবীর কক্ষপথের মধ্যে নিকটতম দূরত্ব হচ্ছে ৩ কোটি কিলোমিটার, যা পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্বের প্রায় ৮০ গুণ। (ছাই/আলিম)