চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার শেষে দেশের রেলপথের দৈর্ঘ্য ১৬.৫ লাখ কিলোমিটার হবে: চীনা প্রতিনিধি
2023-03-08 14:23:31

মার্চ ৮: চীনের জাতীয় গণ-কংগ্রেসের প্রতিনিধি, চায়না ন্যাশনাল রেলওয়ে গ্রুপের চেয়ারম্যান লিউ চেন ফাং বলেন, চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা শেষে চীনের কার্যকর রেলপথের দৈর্ঘ্য ১৬.৫ লাখ কিলোমিটার হবে। ২০২৫ সাল পর্যন্ত চীনের রেলওয়ে ‘৬টি আধুনিক ব্যবস্থা’ বাস্তবায়ন করবে এবং চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা উন্নয়নের লক্ষ্য পূরণ হবে। সম্প্রতি, চীনের জাতীয় গণ-কংগ্রেসের একটি সাক্ষাত্কারে তিনি এ-কথা বলেছেন।

লিউ চেন ফাং বলেন, রেলওয়ে জাতীয় কৌশলগত, নেতৃস্থানীয় ও গুরুত্বপূর্ণ অবকাঠামো, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকীকরণ প্রতিষ্ঠায় তা বড় ভূমিকা পালন করেছে। পরবর্তী ৫ বছরে রেলওয়ে খাতের উন্নয়নের লক্ষ্য হল- রেলওয়ের উচ্চ মানের উন্নয়ন করা, রেলওয়ের আধুনিকীকরণ অর্থাত ‘আধুনিক রেলওয়ে অবকাঠামো ব্যবস্থা, আধুনিক রেলওয়ে পরিবহন পরিষেবা ব্যবস্থা, আধুনিক রেলওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন ব্যবস্থা, আধুনিক রেলওয়ে নিরাপত্তা গ্যারান্টি ব্যবস্থা, আধুনিক রেলওয়ে পরিচালনা ও ব্যবস্থাপনা ব্যবস্থা এবং আধুনিক রেলওয়ে প্রশাসন ব্যবস্থা’-- এই ‘৬টি আধুনিক ব্যবস্থা’ বাস্তবায়ন করা। চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার শেষে চীনের রেলওয়ে নেটওয়ার্ক ৯৯.৫ শতাংশ অর্থাৎ, ২০ লাখেরও বেশি মানুষের শহরে ছড়িয়ে পড়বে। পাশাপাশি, দ্রুতগতির রেলওয়ে নেটওয়ার্ক ৯৮ শতাংশ অর্থাৎ, ৮০ লাখেরও বেশি মানুষের শহরে সেবা দেবে।

 (তুহিনা/তৌহিদ/মুক্তা)