পতঙ্গের জেগে ওঠা
2023-03-08 19:39:30

মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনে এখন শুরু হয়েছে তৃতীয় সৌরপর্ব ‘পতঙ্গের জেগে ওঠা’ । এই পর্ব উদযাপনে হুনান প্রদেশের ইয়ংচৌর চিয়াংহুয়া ইয়াও স্বায়ত্তশাসিত কাউন্টির ইয়াও জাতিগোষ্ঠীর মানুষ সম্প্রতি মেতে ওঠেন ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানে। ৬ থেকে ২০ মার্চ পর্যন্ত ‘পতঙ্গের জেগে ওঠা’ সৌরপর্ব চীনে উদযাপিত হয়।

ইয়াও জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক পরে শিল্পীরা নাচ, গান পরিবেশন করেন।বিশেষভাবে থাই চি এবং ড্রাগন নাচের পরিবেশনা ছিল অনবদ্য। সেইসঙ্গে কায়াক বা প্যাডেল নৌকায় বাইচ অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে পর্যটকরাও ভিড় জমান উৎসবে।

বসন্তে যখন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে তখন শীত নিদ্রা থেকে নতুনভাবে জেগে ওঠে প্রাণীজগত। এই সময় গ্রীষ্মকালীন বৃষ্টিও হয়। এই সময়টাকে তাই পতঙ্গের জেগে ওঠা বলা হয়।

শান্তা/হাশিম

ছবি: চায়না ডেইলি