০৩০৮ সেকেন্ড হ্যান্ড রোজ
2023-03-08 16:15:32

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ‘সেকেন্ড হ্যান্ড রোজ’ চীনের মূল-ভূভাগের একটি রক সঙ্গীতদল। সঙ্গীতদলটির প্রধান গায়ক লিয়াং লোং, গিটারিস্ট ইয়াও লান, ব্যাস বাদক লিন জিছিয়াং, ড্রামার সুন ছুয়ান এবং লোক সঙ্গীতে রয়েছেন উ জেখুন। এ পাঁচজনকে নিয়ে গঠিত জনপ্রিয় এ সঙ্গীতদল।

 

১৯৯৯ সালের জুন মাসে লিয়াং লোং হার্বিন শহরের উপকণ্ঠে সঙ্গীতদলটি প্রতিষ্ঠা করার পাশাপাশি প্রথম গান “ফুল তোলা” সৃষ্টি করেন। ২০০০ সালের অগাস্ট মাসে বেইজিংয়ের একটি বারে প্রথমবারের মতো পরিবেশন করেন। তখন থেকে বেইজিং রক মহলে একটি বিশেষ অস্তিত্ব হিসেবে বিভিন্ন বার ও ক্লাবে সক্রিয় হয় তারা। ২০০২ সালের নভেম্বর মাসে সঙ্গীতদলটি বেইজিং ইজিজান সংস্কৃতি কমিউনিকেশন কোং, লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে এবং ২০০৩ সালের জানুয়ারিতে প্রথম একই নামের অ্যালবাম “সেকেন্ড হ্যান্ড রোজ” প্রকাশ করে।

২০০৬ সালে ‘সেকেন্ড হ্যান্ড রোজ’ মিউজিক নেশন গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। একই বছরে তাঁদের দ্বিতীয় অ্যালবাম “বিনোদন শিল্প” প্রকাশ করে। ২০০৮ সালের নভেম্বর মাসে সঙ্গীতদল একটি কোম্পানির সাথে সহযোগিতা করে এবং চীনের অভ্যন্তরীণ রক সঙ্গীতদলের সঙ্গে একটি যৌথ অ্যালবাম রেকর্ড করে। অ্যালবামে সেকেন্ড হ্যান্ড রোজ টিভি নাটকের দু’টো শিল্প-কর্ম কভার সংস্করণ করেছে।

 

২০০৯ সালে সেকেন্ড হ্যান্ড রোজ “প্রেমিক” নামক ইপি প্রকাশ করে। জুন মাসে সঙ্গীতদল ইপিটি নিয়ে সারা দেশে ভ্রাম্যমাণ পরিবেশন করে। পরবর্তী বছরের জানুয়ারিতে ইপিটির এমভি প্রকাশিত হয়। একই মাসে সঙ্গীতদল বাই ইয়ু স্টার্চের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। 

 

‘সেকেন্ড হ্যান্ড রোজ’ উত্তর-পূর্ব চীনের জনপ্রিয় গান ও নাচের যুগল অথবা এররেনজুয়ান লোক সঙ্গীতসহ বিভিন্ন উপাদান রক সঙ্গীতের সঙ্গে সূক্ষ্মভাবে একত্রিত করে এক ধরনের অভূতপূর্ব স্টাইল সৃষ্টি করেছে। পরিবেশন করার সময় প্রধান গায়ক লিয়াং লোং চীনের অপেরায় মহিলা চরিত্রের প্রকাশ অভিজ্ঞতা প্রদান করেন। কোন কোন দর্শক এমনভাবে তাঁকে মূল্যায়ন করেন যে চীনা লোকশিল্পের আধুনিকায়নের পথ খুঁজে বের করা হয়। 

 

বন্ধুরা, কিছুক্ষণ আগে আপনারা যে গানটি শুনেছেন, তার নাম “আঁকড়ে থাকা”। গানটি সঙ্গীতদল ২০১৩ সালের অগাস্টে প্রকাশিত “অন্যদের চেয়ে ভালো করা” নামক অ্যালবাম থেকে নেয়া। এটা ছিল সঙ্গীতদলের তৃতীয় আনুষ্ঠানিক অ্যালবাম। তাদের দ্বিতীয় অ্যালবাম থেকে প্রায় আট বছর পর এটি প্রকাশিত হয়। প্রধান গায়ক লিয়াং লোং বলেছিলেন, সঙ্গীত সৃষ্টি জীবনের মজুদ দরকার। জীবন থেকে কিছু আবিষ্কার হলে রেকর্ড করা যায়। এ ছাড়া, আবিষ্কারটি মূল্যবান হলে সৃষ্ট সঙ্গীতটি মূল্যবান হয়।

 

বন্ধুরা, সঙ্গীতদলের প্রধান গায়ক লিয়াং লোং অন্য একজন অভিনেতা পান বিনের সঙ্গে একটি যৌথ গান গেয়েছেন। গানের নাম “আমাদের গ্রামেও প্রতিভা আছে”। এটা আসলে একটি চলচ্চিত্রের গান। 

(প্রেমা/এনাম)