আবুধাবিতে চীন-আরব সহযোগিতা পার্কে চীনা শিল্পপণ্যের প্রদর্শনী শুরু
2023-03-08 19:26:34

মার্চ ৭: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত চীন-আরব সহযোগিতা পার্কে চীনা শিল্পপণ্যের প্রদর্শনী গতকাল (মঙ্গলবার) শুরু হয়েছে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে, পার্ক প্রকল্পের বাস্তবায়নকারী ও জংচিয়াং আন্তর্জাতিক গ্রুপের মহা-ব্যবস্থাপক জু শিন পাও, পার্কের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, প্রদর্শনী পার্কের লক্ষ্য সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক রূপান্তরকে সহায়তা করা এবং চীনা অর্থায়নে প্রতিষ্ঠিত উদ্যোগগুলোর জন্য একটি উচ্চ-মানের প্ল্যাটফর্ম সরবরাহ করা।

অনুষ্ঠানে আবুধাবি পোর্ট অথরিটি ইকোনমিক সিটি অ্যান্ড ফ্রি ট্রেড জোনের সিইও আবদুল্লাহ হামিলি বলেন, চীন সংযুক্ত আরব আমিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে, আবুধাবিতে চীনা কোম্পানির সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। বন্দর কর্তৃপক্ষ চীন-আরব অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে সহজতর করতে, চীনা কোম্পানিগুলোকে বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে।

উল্লেখ্য, তিন দিনব্যাপী প্রদর্শনীতে চীন ও সংযুক্ত আরব আমিরাতের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। (ইয়াং/আলিম/ছাই)