ধারাবাহিকভাবে পুরানো কমিউনিটি রূপান্তর করা হবে
2023-03-08 15:37:20

মার্চ ৮: গতকাল (মঙ্গলবার) বিকেলে চীনের চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের সম্মেলন বা এনপিসি'র প্রথম অধিবেশনের দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে দ্বিতীয় ‘মন্ত্রী চ্যানেল’ খোলা হয়।

গৃহ ও শহর-গ্রাম নির্মাণমন্ত্রী নি হোং বলেন, শহর নবায়ন হচ্ছে নগর উন্নয়নের প্রয়োজনীয় প্রক্রিয়া। ২০২৩ সালে তাঁর মন্ত্রণালয় অব্যাহতভাবে পুরনো কমিউনিটির রূপান্তর ঠেলে দিয়ে সম্পূর্ণ কমিউনিটি নির্মাণ করবে।

গত প্রায় ৫ বছর চীন ১ লাখ ৬৭ হাজার পুরানো কমিউনিটি রূপান্তর করে ২.৯ কোটি পরিবারের ৮ কোটির বেশি অধিবাসীর জন্য কল্যাণ সৃষ্টি করেছে। ২০২৩ সালে আরো ৫০ সহস্রাধিক পুরনো কমিউনিটি রূপান্তরের পর দুই কোটি মানুষের উপকার করা হবে।

(প্রেমা/তৌহিদ/আকাশ)