জানুয়ারিতে জাপানের ব্যালেন্স অব পেমেন্টে প্রায় ২ ট্রিলিয়ন ইয়েনের ঘাটতি
2023-03-08 19:20:04

মার্চ ৭: জাপানের অর্থ মন্ত্রণালয় ৮ মার্চ প্রাথমিক ব্যালেন্স অফ পেমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, জানুয়ারিতে ব্যালেন্স অব পেমেন্টে ঘাটতি ছিল ১.৯৭৬৬ ট্রিলিয়ন ইয়েন। তেলসহ আমদানিকৃত পণ্যের দাম বৃদ্ধি এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

রিপোর্ট অনুসারে, জানুয়ারিতে জাপানের আমদানি ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০.০০৪৫ ট্রিলিয়ন ইয়েনে এবং রফতানি ৩.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬.৮২২৭ ট্রিলিয়ন ইয়েনে পৌঁছায়। ফলে, বাণিজ্য-ঘাটতি হয় ৩.১৮১৮ ট্রিলিয়ন ইয়েন।

এদিকে, জাপানের গণমাধ্যম জানিয়েছে, জানুয়ারিতে জাপানের ব্যালেন্স অব পেমেন্টের ঘাটতি ২০১৪ সালের জানুয়ারির রেকর্ড ভেঙেছে।  (ইয়াং/আলিম/ছাই)