পারমাণবিক বর্জ্যপানি অনুমোদন ছাড়া সমুদ্রে না-ফেলতে জাপানের প্রতি চীনের আহ্বান
2023-03-07 19:05:57

মার্চ ৭: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর অনুমোদন ছাড়া, ফুকুশিমার পারমাণবিক বর্জ্যপানি সমুদ্রে না-ফেলতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পরমাণু শক্তি সংস্থার উপ-পরিচালক লিউ চিং।

সম্প্রতি তিনি বলেন, জাপানের ফুকুশিমা পারমাণবিক বর্জ্যপানির সমুদ্রে নিষ্কাশন বিশ্বব্যাপী সামুদ্রিক পরিবেশ ও জনস্বাস্থ্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। ফলে, এটা জাপানের একার বিষয় নয়। আইএইএ এখন পর্যন্ত তিনটি প্রতিবেদনে উল্লেখ করেছে যে, জাপানের পারমাণবিক বর্জ্যপানি নিষ্পত্তি ও তদারকির পরিকল্পনা আইএইএ’র নিরাপত্তার মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব প্রতিবেদনে জাপানকে অনেক পরামর্শও দেওয়া হয়েছে। অথচ জাপানি সরকার আইএইএ’র পরামর্শ এবং দেশি-বিদেশি আপত্তি উপেক্ষা করে, পারমাণবিক বর্জ্যপানি সমুদ্রে ফেলার পরিকল্পনা নিয়েই সামনে এগুচ্ছে। আইএইএ’র সদস্যদেশ হিসেবেও জাপানের এ আচরণ দায়িত্বজ্ঞানহীন। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগের সাথে এর ওপর গভীর দৃষ্টি রাখছে।  

লিউ চিং আরও বলেন, চীন জাপানের পারমাণবিক বর্জ্যপানি নিষ্পত্তির বিষয়ে আইএইএ’র কাজকে সমর্থন করে এবং আশা করে যে, সংস্থাটি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে ন্যায্য অবস্থান বজায় রাখবে, বিভিন্ন পক্ষের মতামত শুনবে, এবং কঠোরভাবে তা বাস্তবায়ন করবে। (ইয়াং/আলিম/ছাই)