মার্চ ৭: আজ (মঙ্গলবার) সকালে চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন বা সিপিপিসিসি’র ত্রয়োদশ জাতীয় কমিটির প্রথম অধিবেশনের দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শুরু হবার আগে দ্বিতীয় ‘সদস্য চ্যানেল’ শুরু হয়।
নিখিল চীন শিল্প ও বাণিজ্য ফেডারেশনের ভাইস-চেয়ারম্যান ছি সিয়াংতোং বলেছেন, বেসরকারি শিল্পপতিদের উদ্ভাবন ও শিল্প প্রতিষ্ঠান উন্নয়নে আরো বেশি উত্সাহ দেওয়া হয়। যা সিপিসি ও দেশের বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া সমর্থন ও উত্সাহ থেকে এসেছে। যা চীনা অর্থনীতির দৃঢ় ভিত্তি এবং সংস্কার ও উন্মুক্তকরণের চার দশকের বেশি সময়ের শিল্পের চেতনা থেকে উত্সারিত। এমন চেতনার কারণে বিভিন্ন বেসরকারি শিল্পপতি সাহসী দায়িত্ব নিয়েছেন, প্রথম হওয়ার সাহস পেয়েছেন। তাঁরা পাহাড়ের ওপর রাস্তা বানানো এবং জলের ওপর সেতু বানিয়ে উন্নয়নের নতুন অধ্যায় রচনা করে যাচ্ছেন। চীনা বৈশিষ্ট্যের আধুনিকীকরণের পথে সমাজের দাবির প্রতি শিল্পপতিদের মনোযোগ বৃদ্ধি এবং ভালো শিল্পপতি হওয়া উচিত।
(প্রেমা/তৌহিদ/আকাশ)