মার্চ ৭: আগুনের শিখা আকাশে উঠে গেল। ঘন ধোঁয়ায় আকাশ ভরে গেল। বিকট শব্দের সাথে ধাতুর টুকরোগুলো চারপাশে ছড়িয়ে পড়লো। তারপরই লোকেরা মাথাব্যথা, বমি বমি ভাব এবং চোখে জ্বালাপোড়া অনুভব করতে শুরু করলো। এভাবেই বিষাক্ত গ্যাস লিক হয়ে দূষিত পরিবেশে নানা জনের নানা সমস্যা দেখা দেয়। অনেক মৃত প্রাণীকে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এটি প্রাকৃতিক কোনো দুর্যোগের ঘটনা নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ট্রেন দুর্ঘটনার পরের পরিস্থিতি।
স্থানীয় সময় গত ৩ ফেব্রুয়ারিতে নরফোক দক্ষিণ রেলওয়ে’র অধীনে বিষাক্ত রাসায়নিক বহনকারী একটি রেলগাড়ি পূর্ব প্যালেস্টাইনে লাইনচ্যুত হয় এবং বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ে। ‘বিষাক্ত ট্রেনের’ ঘটনা এবং এর ফলে সৃষ্ট কুফল শেষ না হতেই স্থানীয় সময় ৪ মার্চ নরফোক দক্ষিণ রেলওয়ে’র আরেকটি ট্রেন ওহাইও রাজ্যে লাইনচ্যুত হয়েছে।