দেশের একীকরণ হল অবশ্যম্ভাবী প্রবণতা ও জন-আকাঙ্ক্ষা: চীনা প্রতিনিধি
2023-03-07 17:07:52

মার্চ ৭: চতুর্দশ চীনা গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম অধিবেশনের দ্বিতীয় পূর্ণাঙ্গ সম্মেলন আজ (মঙ্গলবার) সকালে বেইজিংয়ের গণ-মহাভবনে অনুষ্ঠিত হয়। সম্মেলন শুরুর আগে দ্বিতীয় ‘মন্ত্রীদের চ্যানেল’ খোলা হয়।

চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির সদস্য, তাইওয়ান গণতান্ত্রিক স্বশাসন ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট চিয়াং লি পিং ‘মন্ত্রীদের চ্যানেলে’ সাক্ষাত্কার দেন। তিনি বলেন, চীনের একীকরণ হল অবশ্যম্ভাবী প্রবণতা ও জন-আকাঙ্ক্ষা। চীনের মূলভূখণ্ড সবসময় সম্মান, আন্তরিকতা ও কল্যাণমূলক সহযোগিতার ধারণা নিয়ে মূলভূখণ্ড ও তাইওয়ানের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা গভীরতর করে, বিভিন্ন খাতের সমন্বিত উন্নয়ন জোরদার করে। তিনি বিশ্বাস করেন তাইওয়ান প্রণালীর দু’পারের জনগণ হাতে হাত রেখে চীনের একীকরণ ও চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়ন করতে পারে।

(তুহিনা/তৌহিদ/মুক্তা)