বিশ্বব্যাপী কৃষি ঐতিহ্য-স্থাপনা মূল্যায়নে অগ্রণী ভূমিকা পালন করছে চীন
2023-03-07 18:37:56

মার্চ ৭, সিএমজি বাংলা ডেস্ক: বৈশ্বিক কৃষি ঐতিহ্য ব্যবস্থাপনায় প্রাথমিক অংশগ্রহণকারী এবং দৃঢ় সমর্থক হিসাবে চীন পরিবেশ-বান্ধব কৃষি মডেল তৈরির দীর্ঘ ইতিহাসসহ- এ জাতীয় ঐতিহ্যের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত মূল্যায়নের প্রস্তাবে অগ্রণী ভূমিকা পালন করেছে।

চীনের একজন জাতীয় রাজনৈতিক উপদেষ্টা এবং চীনের বিজ্ঞান একাডেমির ‘ইনস্টিটিউট অফ জিওগ্রাফিক সায়েন্সেস অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস রিসার্চে’র অধ্যাপক মিন ছিংওয়েন এ কথা বলেছেন।

অধ্যাপক মিন বলেন, ‘আধুনিক কৃষকদের কেবল রাসায়নিক সার, কীটনাশক এবং সরঞ্জামের উন্নতির কথা বিবেচনা করা উচিত নয়, বরং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া এবং কীভাবে ভোক্তাদের বিভিন্ন চাহিদা মেটানো যায় তা নির্ধারণ করাও বিবেচনা করা উচিত’।

তিনি বলেন, ‘গত এক হাজার ৩০০ বছরে চীনা জনগণ পরিবেশ-বান্ধব কৃষি মডেল তৈরি করেছে যা রোপণ এবং জলজ চাষকে একত্রিত করেছে

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে, চীনে ১৯টি বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ কৃষি ঐতিহ্য সিস্টেম সাইট রয়েছে। চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় ১৩৮টি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ কৃষি ঐতিহ্য সিস্টেম সাইট চিহ্নিত করেছে।

হাশিম/শান্তা