নিষেধাজ্ঞা দিয়ে ও দমন করে চীনের উন্নয়ন রোধ করা যাবে না: চীনা মুখপাত্র
2023-03-07 17:08:34

মার্চ ৭: সম্প্রতি মার্কিন উদ্যোক্তা বিল গেটস এক সাক্ষাত্কারে বলেন, চীনের চিপ গবেষণায় যুক্তরাষ্ট্রের বাধা দেওয়ার চেষ্টা ব্যর্থ হবে, এতে শুধু মার্কিন কর্মসংস্থান ও পণ্যের বিক্রি কমবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (সোমবার) অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বলেন, নিষেধাজ্ঞা দিয়ে ও দমন করে চীনের উন্নয়ন রোধ করা যাবে না।

মুখপাত্র বলেন, ‘চিপ ও বিজ্ঞান খাতের বিল’ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের অনেক বাণিজ্যিক সংস্থা ও ব্যক্তি উদ্বিগ্ন হয়, তারা সন্দেহ প্রকাশ করে। তারা মনে করে, যুক্তরাষ্ট্রের সেমি-কন্ডাক্টার শিল্প বৈশ্বিক সরবরাহ চেইনের ওপর অনেক বেশি নির্ভরশীল। তাই, চীনের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্য বন্ধ করা শিল্প উন্নয়নের নিয়ন লঙ্ঘন করেছে এবং বিপুল অর্থনৈতিক ও প্রযুক্তিগত খরচ বাড়িয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র উচ্চ মানের বিজ্ঞান প্রযুক্তি শিল্পের শীর্ষস্থান ধরে রাখতে চায়, তা বোধগম্য। কিন্তু ন্যায়সঙ্গত প্রতিযোগিতা করা উচিত। নিজের বিজ্ঞান-প্রযুক্তির আধিপত্য রক্ষার জন্য অনুচিত কার্যক্রম করা ঠিক না, অন্য দেশকে উন্নয়নের অধিকার থেকে বঞ্চিত করাও অনুচিত। যুক্তরাষ্ট্র বিশ্বের সরবরাহ চেইন নস্যাত্ করতে পারে না।

তিনি জোর দিয়ে বলেন, চীনের উন্নয়ন সবসময় নিজের শক্তির ওপর নির্ভর করে, মানববাহী মহাকাশ, পেইতৌ নেভিগেশন, কোয়ান্টাম কমিউনিকেশন ইত্যাদি খাতের উন্নয়ন প্রমাণ করে- নিষেধাজ্ঞা ও দমনপীড়ন চীনের উন্নয়নে কোনো বাধা দেবে না; বরং চীন নিজে বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের দক্ষতা ও দৃঢ়প্রতিজ্ঞা বজায় রাখবে।

(তুহিনা/তৌহিদ/মুক্তা)