চীনের তাইওয়ান ইস্যুতে যে-কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ অগ্রহণযোগ্য: ছিন কাং
2023-03-07 18:21:48

মার্চ ৭: চীনের তাইওয়ান ইস্যুতে যে-কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। চীনা পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং আজ (মঙ্গলবার) চতুর্দশ এনপিসি’র প্রথম অধিবেশনের এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, তাইওয়ান হলো গণপ্রজাতন্ত্রী চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। আর মাতৃভূমির একীকরণ বাস্তবায়ন করা হলো তাইওয়ানবাসীসহ চীনা জনগণের মহান দায়িত্ব।

ছিন কাং বলেন, তাইওয়ানের সমস্যার সমাধান করা চীনাদের নিজস্ব কাজ। এখানে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। চীনের ‘বিচ্ছিন্নতাবিরোধী আইন’-এ এটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।  

ছিন কাং আরও বলেন, তাইওয়ান ইস্যু চীনের কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট ইস্যু এবং চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। অথচ, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র বার বার উস্কানিমূলক আচরণ করছে। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করা তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার সাথে সাংঘর্ষিক। এ ব্যাপারে যদি যুক্তরাষ্ট্র সতর্ক না-হয় ও নিজের নেতিবাচক তত্পরতা বন্ধ না-করে, তবে চীন-মার্কিন সম্পর্ক আরও নড়বড়ে হয়ে যাবে। (ছাই/আলিম)